ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে ১২১ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সারিয়াকান্দিতে ১২১ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ঋণ খেলাপির দায়ে ১২১ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার ( ০৯ ফেব্রুয়ারি) সকালে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।



বিভিন্ন সময়ে সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, রুপালী ব্যাংক , বিআরডিপি ও মৎস্য অফিস থেকে ঋণ নিয়ে কৃষকরা সময় মতো পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ৫০৪ জন কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করে।
 
আদালত সূত্র জানায়, ঋণ খেলাপির দায়ে সোনালী ব্যাংক লিমিটেড সারিয়াকান্দি শাখায় ১৫ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সারিয়াকান্দি শাখায় ১১৫ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভেলাবাড়ী শাখায় ৭৯ জন, রুপালী ব্যাংক লিমিটেড হাটফুলবাড়ী শাখায় ৬০ জন, কর্মসংস্থান ব্যাংক সারিয়াকান্দি শাখায় ৯ জন, জনতা ব্যাংক লিমিটেড চন্দনবাইশা শাখায় ২১৪ জন, বিআরডিপি অফিসের ৫ জন ও মৎস্য অফিসের ৭ জন সর্বমোট  ৫০৪ জন কৃষকের নামে সার্টিফিকেট মামলা দায়ের করে।

এরই মধ্যে  বিগত  ৬ মাসে ১২১ জন কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সার্টিফিকেট আদালত।

চলতি বছর  বন্যা ও যমুনার ভাঙনে সারিয়াকান্দি উপজেলার দেড়হাজার হেক্টর জমির ৯০ কোটি টাকার ফসল বিনষ্ট হওয়ায় কৃষকদের ব্যাপক  ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের হওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে।

সারিয়াকান্দি উপজেলা জেনারেল সার্টিফিকেট কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ বাংলানিউজকে জানান, গ্রেফতারি পরোয়ানা তামিল হলে কৃষকরা টাকা পরিশোধ করবেন। তখন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে।

উপজেলা জেলারেল সার্টিফিকেট কার্যালয়ে সহকারী মো. সেকেন্দার আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।