ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: দেশব্যাপী বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ডের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।



শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত ‘হঠাও সন্ত্রাস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
 
এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক। বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি কাজী মাহবুবুল হক দোদুল, সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, অধ্যক্ষ আনিসুজ্জামান রুমি, মুক্তিযোদ্ধা সন্তান আল আমিন, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার শওকত আলী টুলটুল, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান প্রমুখ।

বক্তারা মানুষ হত্যা বন্ধে হরতাল-অবরোধ প্রত্যাহারসহ স্বাভাবিকভাবে মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে ২০ দলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।