ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ছবি : প্রতীকী

নীলফামারী: নীলফামারীতে স্ত্রী মিনুয়ারা বেগমকে (২০) হত্যার দায়ে রবিউল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন।



মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত রবিউল জেলার সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রাতে মিনুয়ারাকে গলা টিপে হত্যা করেন রবিউল। পরদিন মিনুয়ারার বাবা নুর ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় রবিউলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে রবিউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রবিউলকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
 
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, আসামি রবিউল পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।