নীলফামারী: নীলফামারীতে স্ত্রী মিনুয়ারা বেগমকে (২০) হত্যার দায়ে রবিউল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত রবিউল জেলার সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রাতে মিনুয়ারাকে গলা টিপে হত্যা করেন রবিউল। পরদিন মিনুয়ারার বাবা নুর ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় রবিউলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে রবিউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রবিউলকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, আসামি রবিউল পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫