ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হাইকোর্টে নিয়োগ পাচ্ছেন ১০ অস্থায়ী বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
হাইকোর্টে নিয়োগ পাচ্ছেন ১০ অস্থায়ী বিচারপতি

ঢাকা: সুপ্রিম কোর্টের আট আইনজীবী এবং দুই জেলা জজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন।
 
সুপ্রিম কোর্ট সূত্র মতে, নিয়োগ পেতে যাওয়া দশজন হচ্ছেন, দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক এস এম মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, রাজিক আল জলিল, মো. সেলিম, ভীস্মদেব চক্রবর্তী ও খিজির হায়াত, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ইকবাল কবির লিটন, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী ও গাজীপুরের জেলা জজ আমির হোসেন।


 
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২/১ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে ৯৪ জন বিচারপতি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।