সাভার (ঢাকা): আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, দুপুরে খাবারের বিরতির পর প্রায় ৫ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে ৭ তলা পোশাক কারখানাটির কোনো একটি তলা থেকে ফায়ার অ্যালার্ম সুইস বাজিয়ে শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে হুড়োহুড়ি করে নামতে থাকেন সব শ্রমিকরা। ফলে ৫০ জন শ্রমিক আহত হন। পরে কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
আগুন আতঙ্কে ৫০ জন শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তফিজার রহমান বাংলানিউজকে বলেন, আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সোমবার বিকেল থেকে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫