নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় এক কিশোরী (১১) হোসিয়ারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার (০৯ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত দুই যুবককে আসামি করে মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ফতুল্লা ভোলাইল নূর মসজিদ এলাকায় জুয়েলের বাড়িতে তারা ভাড়া থাকেন। তার মেয়ে গত ৭ ফেব্রুয়ারি শহরের ২নং রেলগেইট এলাকার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আনুমানিক রাত ১০টায় ভোলাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুইজন যুবক হাত-মুখ চেপে ধরে। পরে ধারালো ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫