নীলফামারী: নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের শাহপাড়ায় অফিসার্স ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে দরিদ্র ৫০ জনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকির হোসেন।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি ) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, এনএসআইয়ের সহকারী পরিচালক হুমায়ুন আহমেদ ও অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫