ঢাকা: হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ১০ জন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান।
এ দশজনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, দুই জেলা জজসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
নতুন দশ বিচারপতি হচ্ছেন, দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক এস এম মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, রাজিক আল জলিল, মো. সেলিম, ভীস্মদেব চক্রবর্তী ও খিজির হায়াত, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ইকবাল কবির লিটন, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী ও গাজীপুরের জেলা জজ আমির হোসেন।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ দশজনকে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে ৯৪ জন বিচারপতি রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫
** হাইকোর্টে নিয়োগ পাচ্ছেন ১০ অস্থায়ী বিচারপতি