নারায়ণগঞ্জ: অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী রিয়া বেগম। তাকে বাচাঁতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন স্বামী মনিরুজ্জামান।
স্থানীয়রা জানান, রিয়া বেগম অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় মনিরুজ্জামান তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি রিয়াকে জড়িয়ে ধরলে উভয়েই অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করান।
সেখানেই রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান। গুরুতর আহতাবস্থায় ভর্তি আছেন রিয়া বেগম। তাদের দেড় বছর ও ৬ মাসের দুই ছেলে রয়েছে।
সোমবার মনিরুজ্জামানের লাশ শম্ভুপুর ইউনিয়নের ফরদি গ্রামে নিয়ে যাওয়া হলে এলাকায় শোকের ছাড়া নেমে আসে। এদিন বিকেলে মনিরুজ্জামানের লাশ দাফন করা হয়।
নিহত মনিরুজ্জামান লোকমান হেকিমের ছেলে। তাদের চালের ব্যবসা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধের বিষয়টি শুনেছি। স্বামী হাসপাতালে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫/আপডেট: ২১০৪ ঘণ্টা