ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হত্যার রাজনীতি বন্ধ করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
হত্যার রাজনীতি বন্ধ করুন

ঢাকা: হরতাল অবরোধের নামে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করে শ্রমজীবী-পেশাজীবীসহ সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচিতে বক্তরা এ দাবি জানান।



মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইনসাফ’র সহ সভাপতি মো. নূর হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইনসাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুল, সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, জয়বাংলা চেতনা পরিষদের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ৫ সপ্তাহের অধিক সময় চলছে অবরোধ-হরতাল। ফলে হুমকির মুখে দেশের অর্থনীতি। রাজনীতির নামে অপরাজনীতি করে পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী অবরোধ হরতালে পরিবহন সংকটের কারণে কর্তৃপক্ষ নির্মাণ সামগ্রী সময়মত আনতে পারছে না। যার ফলে নির্মাণ শিল্প আজ বন্ধের পথে।

তারা আরও বলেন, আমরা নির্মাণ শ্রমিকেরা সমাজের অতি সাধারণ খেটে খাওয়া মানুষ। যার সংখ্যা দেশে ৩০ লক্ষাধিক। নির্মাণ শ্রমিকদের পরিবার-পরিজনের সদস্য সংখ্যা প্রায় এক কোটিরও বেশি। লাগাতার হরতাল-অবরোধ, পেট্রোলবোমা, অগ্নিসংযোগের মতো কর্মসূচির উপর নির্ভর রাজনীতির কারণে নির্মাণ শ্রমিকেরা আজ বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।