ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাশার আকন্দের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানিয়েছেন দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কাছে আবুল বাশারকে অপসারণের দাবি জানান তারা।
স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এ তথ্য জানান।
উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে উপজেলা চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
বৃহস্পতিবার হাবিবুর রহমানের সঙ্গে সরকারি গাড়ি ব্যবহার নিয়ে আবুল বাশার আকন্দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দকে লাঞ্ছিতও করেন বলে জানান ওই সূত্র।
ওই সূত্র আরও জানান, পরিস্থিতির অবনতি ঘটলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর থেকে দু’জনের বিরোধ তুঙ্গে উঠে। মূলত এ ঘটনার জের ধরেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।
স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। কয়েকজন আবেদন করলেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল জানান, অনাস্থা প্রস্তাব দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫