ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
মুন্সীগঞ্জে ২ জন নিহত হওয়ার ঘটনায়  মামলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল কালীরচর গ্রামে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানায় এ মামলা করা হয়।



মোহন বেপারীর ভাই বাদশা বেপারী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

 অন্যদিকে, সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত ফয়েজ মিজি (৩২) ও মোহন বেপারীর (৪৮) ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেল ৫টার দিকে সদরের চরাঞ্চল কাইজ্যারচর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

রোববার দিনগত রাত ৯টার দিকে সদরের কালীরচর গ্রামে মেঘনা ও পদ্মা নদীর মোহনায় মিস্টার মিজি পক্ষ ও শফি মিজি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের গুলিতে ফয়েজ মিজি ও মোহন বেপারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত দুইজন সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।