রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মনোহর এলাকায় একটি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কাজের উদ্বোধন করেন মেয়র।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আজম জানান, রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৩ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৬০ গ্রুপ ও পরে আরও ৮২ গ্রুপের মোট একশ’ ৪২টি সড়ক, ড্রেন, কালভার্ট পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহম্মেদ, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, ব্যবসায়ী ইলিয়াস আলী বাবলু, সমাজ সেবক তাহাজুল ইসলাম, আনোয়ারুল হক, বাবলু মিয়া, ঠিকাদার হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫