ঢাকা: বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সিটি ব্যাংকের ১৯ কর্মকর্তাসহ ২০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সংশ্লিষ্টদের কাছে তলবি নোটিশ পাঠান।
নোটিশে তাদের ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়।
১৭ ফেব্রুয়ারি যাদের তলব করা হয়েছে তারা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, এসএভিপি মো. মিজানুর রহমান, ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।
১৮ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে বলা হয়েছে তারা হলেন- প্রধান কার্যালয়ের ইভিপি ও হেড অব ক্রেডিট সাব্বির আহমেদ, ক্রেডিট ডিভিশনের ভিপি এ কে এম হাসানুজ্জামান, এফভিপি মাহফুজুর রহমান, এভিপি সৈয়দ মাহমুদুল হাসান সালেহ্, এসভিপি মো. শাহজাহান আলী, এভিপি তাওহীদ হোসেন মজুমদার, ভিপি ও ম্যানেজার মো. বদিউজ্জামান ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রহমান সিফাত সাব্বির।
১৯ ফেব্রুয়ারি তলব করা হয়েছে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভিপি এস এম জি কিবরিয়া, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তানভীর আহমেদ মাহবুব, ভিপি মো. ইয়াকুব হোসেন, ভিপি মঞ্জুর-উল- মাওলা, এফভিপি তাহের জামিল, অফিসার মো. ইমরান হোসেন এবং ট্রাইও হলোগ্রাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবু হাসান।
জানা যায়, ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী। পরে তিনি চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে সিটি ব্যাংক থেকে ট্রাইও হলোগ্রাম ইন্ডাস্ট্রিজের নামে নেওয়া ১৮ কোটি ১৬ লাখ লাখ টাকাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম এ অভিযোগের অনুসন্ধান করছেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫