ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিসংতা নিরসনে ফেনীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সহিসংতা নিরসনে ফেনীতে মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: চলমান সহিংসতা নিরসনে ও ৭ দফা দাবিতে ফেনীতে সাদা পতাকা হাতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ট্রাংক রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



এতে ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া এ মানববন্ধনের সভাপতিত্ব করেন।

এসময় মানববন্ধনে ইসলামী আন্দোলনের দলের আরেক সহ-সভাপতি মাওলানা আজিজ উল্যাহ বশিকপুরি, সেক্রেটারি মাওলানা নুরুল করিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক ও প্রকাশনা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা মামলা-হামলা ও সহিংসতা বন্ধ করে দুইনেত্রীকে আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।