ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক প্রত্যাহার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
তাড়াশে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক প্রত্যাহার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক শিমুল তালুকদারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মহাপরিচালক অধিদফতর থেকে রাজশাহী বিভাগীয় পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।



সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ সম্পর্কিত একটি আদেশ ফ্যাক্সবার্তায় সিরাজগঞ্জ ও রাজশাহী পাঠানো হয়েছে। খুব শিগগিরই এটি কার্যকর হবে।

১৫ নভেম্বর তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধাপ গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী খোদেজা বেওয়া (৬০) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার অনুপস্থিত ছিলেন বলে স্বজনরা অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।