ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে নসিমন উল্টে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
রাজবাড়ীতে নসিমন উল্টে যাত্রী নিহত ছবি: প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীর বাগমারা এলাকায় নসিমনের (থ্রি হুইলার) চাকা খুলে উল্টে গিয়ে আব্দুল লতিফ সেখ (৩০) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় চালক মো. জাহাঙ্গীর সেখ (২৭)।



সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়নের বাগমাড়া পল্লী বিদ্যু‍ৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লতিফ সেখ সদরের কাজীকান্দা এলাকার ব্যাংকপাড়া গ্রামের জালাল সেখের ছেলে। আহত চালক সদরের ভবদিয়া এলাকার বাসিন্দা।

চালক মো. জাহাঙ্গীর সেখ জানান, বিকেলে তিনি আফড়া এলাকা থেকে জেলা শহরের দিকে আসছিলেন। পথে বাগমারা পল্লী বিদ্যু‍ৎ কার্যালয়ের সামনে নসিমনের সামনের চাকা খুলে গিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ওই যাত্রী আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে না।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।