ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের মধুখালীতে দুই গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ফরিদপুরের মধুখালীতে দুই গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর ও জগন্নাথদি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছেন সাধারণ গ্রামবাসী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপরে যাদবপুর কালীমন্দির প্রাঙ্গণে দুই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ, যুবক-যুবতী সভা করে এ ঘোষণা দেন।



যাদবপুর গ্রামের সমাজ সেবক আকমল হোসেন শেখের সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের কর্মকর্তা এস এম সারোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চরবামুন্দী মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক মো. হাফিজুর রহমান।

স্থানীয় যুবক মো. আনোয়ার হোসেন সিকদারের সঞ্চলনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহাদৎ হোসেন, সালমা বেগম, নাজমুল হোসেন, বাবু নিখিল দাস, ব্র্যাকের রেজাউল করিম প্রমুখ।

এ সময় এই দুই গ্রামের নারী-পুরুষ, যুবক-যুবতী হাতে হাত রেখে বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ দেব না বলে অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।