ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বল্প সংখ্যক নয় আরও বাংলাদেশি নিতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
স্বল্প সংখ্যক নয় আরও বাংলাদেশি নিতে চাই ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে সুবিশাল অবদান রাখছেন উল্লেখ করে দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ এফ আল ফায়েদ বলেছেন, ‘আমরা স্বল্প সংখ্যক বাংলাদেশিতে সন্তুষ্ট নই। আমাদের দেশের উন্নতির জন্য আরও বাংলাদেশি নিতে চাই।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষতে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সংবাদিকদের এসব কথা জানান।

সাক্ষাৎকালে ড. আহমেদ এফ আলফায়েদ জানিয়েছেন, বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করছে সৌদি আরব।

বর্তমানে সৌদি আবরে থাকা বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা বেশ পরিশ্রমী ও বিশ্বাসী। তাদের কাজের প্রতি আগ্রহও অনেক। সৌদি আবরের সামগ্রিক উন্নয়নে তারা অবদান রাখছে।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক সুসম্পর্ক বিরাজমান বলেও মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, বর্তমানে বাংলাদেশ থেকে আবার বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে এ দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আবরকে ধন্যবাদ জানান শ্রমিক নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক পাঠাবার আগে প্রশিক্ষণ দেওয়া হবে। সৌদির আইন ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলেই তারা সৌদি যাবে।

প্রধানমন্ত্রী সৌদির নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদকে অভিনন্দন জানিয়েছেন। তার নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি মনে করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫, আপডেট ২১১৩ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।