ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ৩ ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বেলকুচিতে ৩ ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের সোহাগ সিনেমা হলের পাশে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, এ ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাগোপ্তাভাবে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।