গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভেজাল সার বিক্রির দায়ে এক পরিবেশকসহ তিন কোম্পানির কাছ থেকে ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় বৈধকাগজপত্র না থাকায় কয়েক কোম্পানির সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বাজারে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ভেজাল সার বিক্রির দায়ে ফুলছড়ি হাটের মেসার্স হাসিনা অ্যাগ্রোকেমিকেলস, বিসমিল্লাহ কর্পোরেশন লিমিটেড ও ক্যাই বাংলাদেশ লিমিটেডের প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং পরিবেশক মমিনুল ইসলামের ৫০০ টাকাসহ মোট ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দেশ অ্যাগ্রোফার্টিলাইজার অ্যান্ড কেমিকেলস ইন্ডাস্ট্রিজ, লার্জ অ্যাগ্রোফার্টিলাইজার অ্যান্ড কেমিকেলস ইন্ডাস্ট্রিজ, ডিএম ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাগ্রো কেমিকেলস ইন্ডাস্ট্রিজ, ইস্ট ওয়েস্ট কেমিকেলস লিমিটেড, ডিএম গ্রুপ কেয়ার লিমিটেডের কাছ থেকে ৩৩৮ কেজি সার জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫