ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
কোটালীপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে রিয়া রায় (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন।

সোমবার রাত পৌঁনে ৭টার দিকে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিয়া উপজেলার শুনাইল গ্রামের মনিমহন রায়ের মেয়ে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, রিয়া কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
   
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।