গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে রিয়া রায় (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন।
সোমবার রাত পৌঁনে ৭টার দিকে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, রিয়া কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫