ঢাকা: মোবাইল সেটের কাভারে অভিনব পন্থায় স্বর্ণ পাচারকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়ার খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কাছ থেকে এক কেজি ২শ’ গ্রাম স্বর্ণ জব্ধ করা হয়।
সোমবার( ৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে আটক করা হয়।
আটক ইয়ার খানের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। তবে, তিনি যাত্রী নন, স্বজনকে অভ্যর্থনা জানিয়ে নিতে এসেছিলেন (রিসিভার)। যাত্রী কৌশলে সটকে পড়ায় তাকে আটক করা যায়নি।
এপিবিএনের মিডিয়া অফিসার এএসপি তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারলাইন্সের টিআর২৬৫৬ ফ্লাইটটি রাত ৮টার দিকে শাহজালালে অবতরণ করে। এরপর ইয়ারখান বিমানবন্দরের অভ্যর্থনা অংশে প্রবেশ করে কৌশলে ওই ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। তারপর ওই যাত্রী কৌশলে ইয়ার খানের কাছ থেকে আলাদা হয়ে যান।
এসময় ইয়ার খানের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে এপিবিএনের গোয়েন্দা দল। এক পর্যায়ে তিনি ক্যানোপি এলাকায় পৌঁছালে কনস্টেবল ডালিমের নেতৃত্বাধীন এপিবিএন সদস্যরা তার গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় ইয়ার খানের মোবাইলের সেটের কভারে এক কেজি দুইশ’ গ্রাম ওজনের ১২টি বার পাওয়া যায়।
ইয়ার খানকে আটক করে এপিবিএন কার্যালয়ে রাখা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এএসপি তানজিনা।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫