ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে খোলা তেল বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
না.গঞ্জে খোলা তেল বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জ: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জে খোলা তেল বিক্রি বন্ধের র নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাদ্য, সার, তেল, বিদ্যুৎ ও গ্যাসের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বিষয়ক বিশেষ সভায় তিনি এ নির্দেশ দেন।



সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সারাদেশে দুর্বৃত্তরা পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে খোলা (লুজ) তেল বিক্রি বন্ধের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্দেশ দেন তিনি।

এছাড়া নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে বিমানে ও দেশের বিভিন্ন স্থানে তেল পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (বিজিবি, র‌্যাব ও পুলিশ) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র, সাইলো, তেলের ডিপোসহ ২৩টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই পয়েন্ট) নিরাপত্তা জোরদারের তাগিদও দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, তিতাস গ্যাসের প্রকৌশলী প্রদীপ কুমার দে, চৌরঙ্গী সিএনজি ফিলিং স্টেশনের সত্বাধিকারী আব্দুস সাত্তার, সামাদবানু ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রাশিদুল কবির দিপুসহ র‌্যাব ও আনসার কর্মকর্তারা।

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।