ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের উদ্যোগে দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকভবনে ৬ শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।

সেখানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সিদ্দিক গজনবী, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।