সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কোর্ট চত্বর এলাকার শহীদ শামসুদ্দিন গেটের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ককটেলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কোর্ট চত্বরের শামসুদ্দিন গেটের সামনে একটি ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা। কিন্তু ককটেলটি বিস্ফোরিত না হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ককটেলটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, কোর্ট চত্বর এলাকায় আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫