ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে অভিযান চালিয়ে ১৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিটের সময় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
এ বিষয়ে অপারেশন অফিসার এএসপি সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, খিলগাঁও থানাধীন বনশ্রী’র তীতাস রোড়স্থ একটি কলাবাগানের ঝোঁপের ভেতরে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, বোমাগুলো কলাগাছের পাশে ঝোঁপের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় মাটির নিচে ময়লা-আবর্জনা দিয়ে পুতে রাখা ছিলো। পরে র্যাব সদস্যরা মাটির ভেতরে তল্লাশি চালিয়ে পেট্রোল বোমাগুলো উদ্ধার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কে বা কারা বোমাগুলো সেই জায়গায় রেখেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বোমাগুলো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্যই রাখা হয়েছিল বলে ধারণা করছেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫