ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাসযাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাসযাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুকুল চন্দ্র দাশ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।



নিহত মুকুল চন্দ্র দাশের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার তেঘরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মদন চন্দ্র দাশ।

ধামরাই সরকারি কলেজে প্রধান সহকারী হিসেবে কর্মরত মুকুল সপরিবারে তেজগাঁওয়ের ৩৩/৩৪ নম্বর স্টেশন রোডের একটি বাসায় থাকতেন।

নিহতের ছোটভাই মন্তোষ কুমার দাশ বাংলানিউজকে জানান, কর্মস্থল থেকে দুপুরে বাসে করে ঢাকার বাসায় ফিরছিলেন মুকুল। ফার্মগেট এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় বাস থেকে তাকে উদ্ধার করে পথচারীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দাদাকে চিকিৎসাধীন দেখতে পাই। পরে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ভজন কুমার বাংলানিউজকে বলেন, আমি টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলাম। অচেতন অবস্থায় দেখে তাকে হাসপাতালে নিয়ে আসি।

‘তার (মুকুল) প্যান্টের পকেট কাটা ছিল। সঙ্গে থাকা মুঠোফোনে তার স্বজনদের খবর দিই’—বলেন তিনি।  

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়:২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।