রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকায় বাবুগুলো চাকমা (২২) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বাবুগুলো চাকমা জেলার লংগদু উপজেলার বরাদম এলাকার বাসিন্দা হলেও তিনি ঘিলাছড়ির হাজাছড়া পূর্বপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, রাতে খামারপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন বাবুগুলো চাকমা। হঠাৎ দুইটি অটোরিকশায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
রাঙামাটির পুলিশ সুপার তারেক সাঈদ হাসান বাংলানিউজকে জানান, সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ সেখানে গেছে।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫