ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তার জন্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে মোতায়েন করা ১৬ প্লাটুন বিজিবির টহল চলছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, হরতালের রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে রাজধানীজুড়ে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্লাটুনগুলো টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে নজর রাখবে।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। আগামীকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত তারা নিরাপত্তা টহলে থাকবেন।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫