ঢাকা: গাইবান্দাসহ সারাদেশে পেট্রোল বোমার আগুনে নিহতদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে ও হাতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন ঢাকাস্থ গাইবান্দাবাসী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে গণজাগরণ মঞ্চ ও সর্বস্তরের জনতা।
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি মৌন মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫/আপডেট ০২৫০ ঘণ্টা