নওগাঁ: নওগাঁ শহরের তালতলী এলাকায় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃশ্য হয়ে ইউনুস আলী (৩৮) নামে এক শ্রমিকের (লাইনম্যান) মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস জেলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা জানা যায়নি।
নওগাঁ সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জাকিরুল ইসলাম বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তালপুকুর এলাকায় কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে খুঁটির ওপর উঠে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন ইউনুস। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃশ্য হয়ে ইউনুসসহ দুই লাইনম্যান মাটিতে পড়ে যান।
তিনি বলেন, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইউনুস।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫