ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা বুলেটসহ হত্যা মামলার আসামি শামসুল হুদাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে আটকের পর রাতে তার দেওয়া তথ্য মতে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।



হুদা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালি গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহর থেকে শামসুল হুদাকে গ্রেফতার করে টেকনাফ নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর রাত ১টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালায় এসময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, শামসুল হুদা আলী খালি এলাকার বোরহান হত্যা মামলার প্রধান আসামি। তার  বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

গত ৩ ফেব্রুয়ারি টেকনাফের আলী খালিতে ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে বোরহান উদ্দিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।