নীলফামারী: নীলফামারীতে নয় জুয়াড়িকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাবেত আলী ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নয়জন হলেন- টুপামারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বন বিভাগ গ্রামের কাশেম আলী, আজিম উদ্দিন, নির্মল চন্দ্র রায়, মোকছেদুল হক, নুর হোসেন, মোস্তাফিজুর রহমান, বছিয়ার রহমান, কামাল হোসেন ও আজগর আলী।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে বন বিভাগ সংলগ্ন মিল চাতালে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড, একশ’ টাকা জরিমানা, অনাদায়ে আরও একদিন করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫