ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন

বাগেরহাট: বাগেরহাটের মংলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেঝ ভাই গোলাম মোস্তফার সঙ্গে মারামারির পর গুরুতর আহত হয়ে রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যান বড় ভাই মোহাম্মদ শেখ (৪০)।



এলাকাবাসী ও নিহতদের পরিবার জানায়, মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোহাম্মদ, গোলাম মোস্তফা ও মোজাহিদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনা লেগেই থাকতো।

এই বিরোধের জেরে সোমবার বিকেলে বড় ও মেঝ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়।

এসময় মেঝ ভাই গোলাম মোস্তফার আঘাতে গুরুতর আহত হন বড় ভাই মোহাম্মদ শেখ। তাদের ছাড়াতে এসে সেঝো ভাই মোজাহিদ শেখও আহত হন।

গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে বিকেলেই মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

তবে, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে খুমেক হাসপাতালে মারা যান মোহাম্মদ।

মংলা উপজেলার চেয়ারম্যান আবু তাহের হাওলাদার খবরের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত অপর ভাই মোজাহিদ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর এলাহি বলেন, আমরা মারামারি ও এতে মোহাম্মদ নামে একজনের মৃত্যুর খবর শুনেছি।

এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।