নাটোর: নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সামসুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক টিটু হোসেন (৩৫)
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে পাটুল-খাজুরা সড়কের খোলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খাজুরা গ্রামের ফকিরপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে সামসুল ইসলাম ও একই গ্রামের উজানপাড়া এলাকার মৃত ফায়েজ উদ্দিনের ছেলে টিটু হোসেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে নাটোর শহর থেকে খাজুরার নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায় এবং দু’জনই মারাত্মক আঘাত পান।
এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সামসুল ইসলামের অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫