চাঁদপুর: চাঁদপুর শহরে একটি ট্রাকবোঝাই ৩০ মণ জাটকা জব্ধ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় (শপথ চত্বর) এলাকা থেকে ট্রাক ও জাটকা জব্ধসহ এ পাঁচজনকে আটক করা হয়।
আটক পাঁচজন হলেন- পাভেল মিয়া (২২), মো. জনি (২৪), সিদ্দিক আলী মো. সুলতান আলী (৪৫) মো. খায়রুল (১৫)। তাদের বাড়ি ভোলা, ব্রাক্ষ্মণবাড়িয়া ও চাঁদপুরে।
কোস্টগার্ড সূত্র বাংলানিউজকে জানায়, ট্রাকবোঝাই করে জাটকা নেওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা আগে থেকে কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। পরে অনেকগুলো ট্রাকে অভিযান চালিয়ে জাটকাবোঝাই ট্রাকটি আটক করা হয়। এসময় জাটকা পাচারের অভিযোগে এক কিশোরসহ পাঁচজনকে আটক করা হয়।
জব্ধ হওয়া ৩০ মণ জাটকার মূল্য পায় সাড়ে তিন লাখ টাকা। জাটকাগুলো ঢাকার আবদুল্লাহপুর নিয়ে যাওয়া হচ্ছিল।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতেই গরিব, দুস্থ ও এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়েছে। এছাড়া, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫