ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
শেরপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে (২৫) বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের মারপিটে তার মা গোলাপী বেগমও (৪৫) আহত হন।



সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।

আহত মেহেদী হাসানের ছোট ভাই আতিক বাংলানিউজকে জানান, ব্যবসায়িক কাজকর্ম শেষে শেরপুর শহর থেকে বাড়ির উদ্দেশে তার ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক হয়ে সালফা এলাকায় আসেন।

এরপর সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির সন্নিকটে আসা মাত্র রাস্তার পাশে ওঁতপেতে থাকা পাশের গজারিয়া গ্রামের মিশু, ইউসুফ, মোন্নাফসহ ৪-৫ জন সন্ত্রাসী মেহেদী হাসানকে ঘেরাও করে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে।

একপর্যায়ে ছেলের চিৎকারে মা গোলাপী বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে আহত করে এবং মেহেদী হাসানের কাছে থাকা ব্যবসার ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আহত মেহেদী হাসানের মাথার বেশ কয়েকটি স্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। তবে তার মা গোলাপী বেগমের আঘাত অতটা গুরুতর নয়।
 
অবশ্য, শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মন রাত পৌনে ১১টায় বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো খবর তার জানা নেই।  

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।