মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেলসহ পাঁ লাখোধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা আব্বাছ আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে হাত-পা বেঁধে একটি কক্ষে ফেলে রাখে।
এরপর ডাকাতরা ঘরে রাখা নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, একটি টিভিএস স্টার মোটরসাইকেল (মেহেরপুর-হ-১১৫৫৩৩) লুট করে নিয়ে যায়। পরে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলেও কাউকে পাকড়াও করতে পারেনি
আব্বাছ আলী বলেন, আমি বামন্দী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান সুজন ভ্যারাইটি স্টোর থেকে বাড়ি ফিরি। বাড়ি ফিরে ঘরে টিভিতে খবর দেখছিলাম। হঠাৎ ডাকাতদল আমার ঘরের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে একটি কক্ষে আটকিয়ে রেখে ডাকাতি করে চলে যায়।
পরে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ডাকাতদের আটকদের ব্যাপারে পুলিশ অভিযান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫