ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও লাগাতার ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নাশকতারোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর থেকেই তারা টহল দিচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতাল-অবরোধে নাশকতারোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে আজ (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। প্লাটুনগুলো মোতায়েন থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়া, রাজধানী ঢাকার বাইরে মোতায়েন করা হয়েছে ২২১ প্লাটুন বিজিবি। এর মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য ১১৬ প্লাটুন এবং বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্বপালন করবে ১০৫ প্লাটুন। এ প্লাটুনগুলোও ভোর ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, সারাদেশে জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য প্রয়োজনে ৭৩ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের নিরাপত্তার জন্য সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছে।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫