ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ বাসস্ট্যান্ডের কাছে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের সংবাদে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫