রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আনোয়ারের বাড়ি উপজেলার তাড়াইল এলাকায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত পৌনে ১২টার দিকে বিরাব এলাকায় আনোয়ারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫