ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি বাদশা আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি বাদশা আর নেই আমিনুল হক বাদশা

ঢাকা: বঙ্গবন্ধুর প্রেস সচিব ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাদশা আর নেই। বর্তমানে লন্ডন প্রবাসী এই বিখ্যাত সাংবাদিক মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ওয়ার্পিংটন হাসপাতালে মারা যান।

তিনি নিউমোনিয়াজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সপরিবারে তিনি লন্ডনেই থাকতেন।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে ঘিরে থাকা ছাত্রনেতাদের মধ্যে আমিনুল হক বাদশা ছিলেন অন্যতম।

তার মরদেহ প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী দেশে নিয়ে আসবেন বলে জানিয়েছে মরহুমের পারিবারিক সূত্র।

বাংলাদেশ সময় ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
Badsha_PM_bg

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।