ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় কেওড়া কাঠসহ ২ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভোলায় কেওড়া কাঠসহ ২ ট্রলার জব্দ

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় বাইশ্যার চর এলাকা থেকে দু’টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭শ’ ঘনফুট কেওড়া কাঠ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে এসব কাঠ জব্দ করা হয়।



কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. খালিদ বাংলানিউজকে জানান, সোমবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বাইশ্যার চর এলাকায় কাঠ বোঝাই দু’টি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলার দু’টো আটক করে। ট্রলারে থাকা ৭শ’ ঘনফুট কেওড়া কাঠ জব্দ করা হয়।

তিনি আরো জানান, একদল পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ কেটে তা পাচার করছিল। জব্দ করা কাঠ ও ট্রলার মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীরা আটক সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।