ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতায় দগ্ধদের জন্য বরাদ্দ ১০ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সহিংসতায় দগ্ধদের জন্য বরাদ্দ ১০ লাখ টাকা ছবি: প্রতীকী

ঢাকা: হরতাল-অবরোধের সহিংসতায় অগ্নিদগ্ধদের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব টাকা প্রত্যেক রোগীর ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।

কেউ চাইলেও তুলতে পারবেন না। শুধু লভ্যাংশ তুলে নিতে পারবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখে বেরিয়ে সাংবাদিক এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল ইসলাম।

মহাপরিচালকের সঙ্গে এ সময় ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা বার্ন ইউনিটে যান।

প্রত্যেক রোগীর সঙ্গে কথা বলেন ইইউ প্রতিনিধিরা। সুবিধা-অসুবিধার  খোঁজ খবর নেন তারা। প্রতিনিধি দল বাংলাদেশে অগ্নিদগ্ধদের চিকিৎসায় এ ধরণের বার্ন ইউনিটের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।