ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মনিকা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার ভাতুরিয়ায় তার বাবার বাড়ির পাশের একটি গাছ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বছর খানের আগে ভাতুরিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মনিকার সঙ্গে বেলডাঙ্গী গ্রামের মাহাবুবের বিয়ে হয়। কয়েকদিন আগে মনিকা বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে বাবার বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনিকা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানান ওসি আকতারুজ্জামান। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫