ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের তাগিদ দিয়েছে কানাডা। দেশটির ঢাকায় নিযুক্ত নতুন হাইকমিশনার বেনোট-পিয়েরে লারামি (Benoit-Pierre Laramee) মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ তাগিদ দেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়।
লারামি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ও সব উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে হবে। কিন্তু তার আগে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সহিংসতা বন্ধ হওয়া জরুরি।
বাংলাদেশের সঙ্গে কানাডা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেন নব নিযুক্ত এই হাইকমিশনার।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫