ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে হেরোইনসহ নারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
গোয়ালন্দে হেরোইনসহ নারী আটক

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ পুড়িয়া হেরোইনসহ শাবানা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

তিনি গোয়ালন্দ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া এলাকার মোস্তফা শেখের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকার কালামের চায়ের দোকানের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে শাবানাকে হেরোইন সহ আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।