গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ পুড়িয়া হেরোইনসহ শাবানা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকার কালামের চায়ের দোকানের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে শাবানাকে হেরোইন সহ আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫