ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মানববন্ধন

ঢাকা: চলমান সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জিপিও’র সামনে নূর হোসেন চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা।



মানব বন্ধনে সচিবালয়সহ বিভিন্ন অধিদপ্তর ও পরিদপ্তরের ইউনিয়ন এবং সচিবালয় সমিতির কর্মচারীরা অংশ নেন।  

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরিন আখতার। এছাড়া আরও অংশ নেন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, মহাসচিব আমজাদ আলী খান, যুগ্ম মহাসচিব শাজাহান মিয়া, প্রচার সম্পাদক আঃ হালিম মিয়া প্রমূখ।

সমাবেশে দেশের ১৫ লাখ শিশুর পরীক্ষা নিশ্চিত করতে হরতাল- অবরোধ বন্ধের দাবি করা হয়। পাশাপাশি এ পরিস্থিতি চলতে থাকলে সংগঠনের পক্ষে মুক্তাঙ্গনে মহাসমাবেশ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।