ঢাকা: নাগরিক ঐক্যের ব্যানারে দেওয়া সুশীল সমাজের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, এ প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগরিক ঐক্যের ব্যানারে সুশীল সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনকে পৃথক চিঠি দেওয়া হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিতে সংলাপের প্রস্তাব দেওয়া হয়।
এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যারা সন্ত্রাস করছেন, তাদের একই ভাষায় চিঠি দিয়েছেন তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার যে প্রস্তাব দিয়েছেন, তা অবাস্তব, অগ্রহণযেগ্য। এর কারণ হলো, এসব ব্যক্তিরা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি তৎপরতাকে আড়াল করার জন্য এবং যেসব দল এসব সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি কার্যক্রম চালাচ্ছে তাদের একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করছেন। সুতরাং, এটি গ্রহণযোগ্য নয়।
তোফায়েল বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা চালায়, মায়ের কোল খালি করে, পিতা-মাতাকে পুত্রহারা করে, সন্তানকে পিতা-মাতাহারা করে, নিরপরাধ মানুষকে প্রেট্রোল বোমা মেরে খুন করে, তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। শামসুল হুদা কেন, যে কেউ এই প্রস্তাব দিলে তা কখনও বাস্তবসম্মত না।
তারা খালেদা জিয়াকে যে কথা বলেছেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও সেই কথাই বলেছেন। তাহলে তাদের সঙ্গে কি আমরা এক কাতারে দাঁড়ানো? প্রশ্ন করেন তোফায়েল আহমেদ।
তোফায়েল বলেন, পৃথিবীতে যদি সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতো, তাহলে আমেরিকা আইএস’র সঙ্গে সংলাপ করতো।
সংলাপের কথা যারা বলেছেন, তারা পরোক্ষভাবে নাশকতা ও জঙ্গি তৎপরতাকে প্রশ্রয় দিচ্ছেন। সুতরাং, এটা মোটেই গ্রহণযোগ্য না। এদের সঙ্গে সংলাপ করার মানে হলো সন্ত্রাস ও জঙ্গি তৎপরতাকে প্রশ্রয় দেওয়া, উৎসাহিত করা। যে দেশ সন্ত্রাসীর সঙ্গে আপোস করে সেই দেশ টেকে না।
নাশকতার সমস্যা কীভাবে সমাধান হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করছে। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল হোসেনসহ যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তারা কি ১৫ লাখ শিশু পরীক্ষা দিতে পারছে না- তা একবারও তাকে জিজ্ঞাসা করেছেন? তারা কি একবারও বলেছেন, সন্ত্রাস ও নাশকতা বন্ধ করুন।
কিছু লোক আছেন যারা এটাকে সরকারের সঙ্গে একই কাতারে দাঁড় করাতে চান বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫